Admission 2024-25

Admission 2024-25

Apply Online for 2024-25 session

বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ক) মাইক্রোবায়োলজি, খ) ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স, গ) এগ্রিকালচার এবং ঘ) ফিশারীজ বিভাগসমূহে ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

ভর্তির যোগ্যতাঃ

(ক) ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রার্থীর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

(খ) এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

(গ) ডিপ্লোমা ইন কৃষি, ফিশারীজ, ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আই.এইচ.টি ম্যাটস) এবং নার্সিং হতে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

ভর্তির আবেদনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে। আবেদন অনলাইনে বা হার্ডকপি হিসেবে জমা দেয়া যাবে।

ভর্তি আবেদনের লিঙ্কঃ Apply Online for 2024-25 session

আবেদন ফিঃ ভর্তির আবেদন ফি বাবদ ৩৩০/- টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট (নং ০১৭৫২৬০৮৭১৮) অথবা বিকাশ (নং ০১৭১৩৮১৪২২৯) -এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমাঃ ০১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ রাত ১২:০০ টার মধ্যে।

ফলাফল ও ভর্তি প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা আগামী ০১ জুলাই ২০২৫ প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও আবেদনকারীদের মোবাইলে এস.এম.এস- এর মাধ্যমে জানানো হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ভর্তি ও শিক্ষা কার্যক্রম বিষয়ে রাজশাহী বিশ^বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চুড়ান্ত।

ভর্তি বিষয়ক যেকোন তথ্যের জন্য যোগাযোগঃ

বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, একডালা, নাটোর-৬৪০০,
মোবাইল: ০১৭১৩২৬৪০৯৪ (WhatsApp); ০১৭৭৩১২৪৯৫২ (WhatsApp)
ইমেইলঃvibrubd@gmail.com